বিজেপিতে ঝুঁকে রয়েছেন তৃণমূল নেতারা!

বড়সড় রদ বদলের পূর্বাভাস! শিল্পাঞ্চল দুর্গাপুরে বোমা ফাটালেন জিতেন্দ্র তিওয়াড়ি। অনেক তৃণমূল নেতাই নাকি পদ্ম শিবিরের দিকে পা বাড়িয়ে রয়েছেন বলে তার দাবি। যা নিয়ে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
111111

হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর আসানসোলের বহু তৃণমূল নেতা বিজেপিমুখী, জিতেন্দ্র তিওয়ারির এই দাবিকে ঘিরে এই মুহূর্তে চর্চার বিষয় শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ছিল দুর্গাপুরের গ্যমন ব্রিজ সংলগ্ন কল্পতরু ময়দানে। সেই মঞ্চ থেকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি একের পর এক বোমা ফাটান তৃণমূল নেতাদের নাম নিয়ে। দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল সম্পর্কে তিনি বলেন যে ২০২১ এর নির্বাচনের আগে বিজেপির হয়ে টিকিট পেতে তার দারস্থ হয়েছিলেন বিশ্বনাথ পাড়িয়াল। স্বভাবতই জিতেন্দ্র তেওয়ারির এই মন্তব্যের পরে ঝড় উঠেছে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে। 
তার এই বক্তব্যের পাল্টা দিয়েছেন বিশ্বনাথ পারিয়াল। তিনি বলেন, ''জিতেন্দ্র তেওয়ারি কয়লা কাণ্ডে ইডি- সিবিআই এর হাত থেকে বাঁচার জন্যই বিজেপিতে গিয়েছেন।'' 
জিতেন্দ্র তিওয়ারি অবশ্য শুধু বিশ্বনাথ পাড়িয়ালেই থেমে থাকেননি, তিনি একাধারে প্রভাত চট্টোপাধ্যায়, মলয় ঘটক , তাপস ব্যানার্জি,উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা প্রসঙ্গে বলেছেন যে এরা সবাই কমবেশি বিজেপির সাথে যোগাযোগ রেখে চলেছেন। তিনি প্রকাশ্য জনসভায় এও বলেন যে দলীয় নেতৃত্বের নির্দেশেই ২০১৭ এ ৪৩-০ পৌরসভা করতে বাধ্য হয়েছিলেন তিনি। 
এ প্রসঙ্গে দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতা প্রভাত চ্যাটার্জী জিতেন্দ্র তিওয়ারিকে পাগল বলে কটাক্ষ করেছেন।