নিজস্ব সংবাদদাতা: গতকাল মুর্শিদাবাদ জেলার একটি বাড়িতে বিস্ফোরণে একজন আহত হওয়ার পর, আজ বোমা নিষ্ক্রিয়কারী দল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পৌঁছেছে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গতকাল শুক্রবার বিকেল নাগাদ মুর্শিদাবাদ থানার অন্তর্গত লালবাগ শহরের বিবেকানন্দ পল্লী এলাকায় দেশি বোমা তৈরি করতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি। ঘটনাস্থল থেকে ফরিদ শেখ নামে বছর চল্লিশের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।