নিজস্ব সংবাদদাতা : মথুরায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে মঙ্গলবার বিকেলে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যার ফলে কমপক্ষে ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই দুর্ঘটনাটি ঘটেছে রিফাইনারির অ্যাটমোস্ফেরিক ভ্যাকুম ইউনিট চালু করার সময়। ওই সময় যেসব শ্রমিক ইউনিটের কাছে কাজ করছিলেন, তারা বিস্ফোরণের শিকার হন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তার শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, এবং তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের চিকিৎসার জন্য দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে।
রিফাইনারির জনসংযোগ আধিকারিকরা জানিয়েছেন যে, বর্তমানে সেখানে মেইনটেন্যান্স কাজ চলছিল এবং ইউনিটটি বন্ধ ছিল, কিন্তু মেশিন চালু করার পরেই বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে দুজনের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে, দুজনের ৪০ শতাংশ এবং বাকি চারজনের ২০ শতাংশ পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দ্রুত চিকিৎসা প্রদান করা হচ্ছে, এবং সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার গুজরাটের ভাদোদরাতেও ইন্ডিয়ান অয়েলের আরেকটি রিফাইনারিতে আগুন লেগে কালো ধোঁয়া বের হয়। তবে ওই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। দুটি বড় ধরনের দুর্ঘটনার পর ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও প্রশ্ন উঠেছে এবং বিশেষজ্ঞরা বলছেন, তেল শোধনাগারগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা রয়েছে।