চোলাইয়ের রমরমা-বিরাট অভিযানে আবগারি ওসিরা! ধ্বংস সব

ডেবরা ও পিংলায় চোলাইয়ের রমরমা বন্ধ করতে বিরাট অভিযান চালাল আবগারি ওসিরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম,

দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা,সবং,পিংলায় চোলাই কারবারিদের দৌরাত্ম বেড়েছে। এমনটাই খবর এসেছিল ডেবরা সার্জেল ও সবং সার্কেলের আবগারি ওসিদের কাছে। সেইমতো শনিবার দিনভর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় ডেবরা ও পিংলায়। এদিন ডেবরা ব্লকের দাবাদাড়ি, গোলগ্রাম,করন্ডা,বাঘাগেড়িয়া, ত্রিলোচনপুর এলাকায় ডেবরা আবগারি দপ্তরের অভিযানে ১৮০ লিটার চোলাই মদ ও ২৩০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম নস্ট করা হল। অপরদিকে পিংলা ব্লকের গোগ্রাম,খিরিন্দা,সুতছড়া সহ একাধিক জায়গায় অভিযানে ৩০ লিটার চোলাই মদ ও ৩২০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম নস্ট করা হল। ওসিদের বক্তব্য আমরা মাঝে মধ্যেই অভিযোগ পাই। সেই মতো অভিযান চালাই। বর্তমানে ডেবরা,সবং,পিংলা ও খড়্গপুর -২ নং ব্লক জুড়ে প্রচুর অভিযান চলেছে। আগামী দিনেও চলবে।