নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: গোপন সূত্রে খবর পেয়ে অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ এক্সসাইজ পুরুলিয়ার নেতৃত্বে শনিবার বান্দোয়ানের ধবনী, বান্দোয়ান, সুপুডি, পপড়োকচাসহ বোরোর ফুলবেড়িয়া, নিমডি, দাড়িকাডোবা, কলাপাতিসহ একাধিক এলাকায় অভিযান চালায় বরাবাজার সার্কেল আবগারি।
অভিযান চালিয়ে দিন ৮০ লিটার চোলাই মদ সহ ২০০০ লিটার মদ তৈরি করার উপকরণ নষ্ট করার পাশাপাশি ১২টি মদ তৈরি করার হাঁড়ি বাজেয়াপ্ত করা হয় বলে জানা যায়। আবগারি দফতর জানায় যে চোলাই মদের কারবারি বন্ধ করতে আগামী দিনে আরো একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
/anm-bengali/media/media_files/2025/03/22/0CY4z2GPIhGNQHVrVoh6.jpeg)