শিক্ষক দিবস : সম্মানিত করা হল প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের

জেলায় জেলায় তৃণমূলের তরফে সম্মানিত করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। শিক্ষক দিবসে এলাকার প্রাক্তন শিক্ষিক শিক্ষাকাদের সম্মানিত করা হল পশ্চিম বর্ধমানে।

author-image
Pallabi Sanyal
New Update
bbbbbbbbb

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে  বোগড়া কার্যালয়ে জামুড়িয়া শহরের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক দিবস উপলক্ষে সম্বোর্ধিত করা হলো।
উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি কৌশিক মন্ডল, জামুড়িয়া ১ নম্বর ব্লক সভাপতি সুব্রত অধিকারী, ব্লকের সহ সভাপতির প্রদীপ মুখার্জি, শ্রমিক নেতা তারকেশ্বর সিং, জামুড়িয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনিমেষ ব্যানার্জি, জেলার  যুব নেতা রাহুল মুখার্জি ও পিন্টু দত্ত, চন্দন যাদব সহ আরো নেতৃত্ববৃন্দ।
এই প্রসঙ্গে জেলা যুব সম্পাদক পিন্টু কুমার দত্ত বলেন, ''শিক্ষকগণ সমাজ গড়ার মূল কারিগর,এনাদের সম্বোর্ধিত করতে পেরে আমরা খুবই খুশি এবং গর্বিত। আমি বিশ্বাস করি যে, এনাদের মন্ত্র নিয়ে আমরা যুব সমাজ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে এক সম্প্রীতির ও ঐক্যের সমাজ গড়ে তুলবো।''