নিজস্ব সংবাদদাতা, বেলদাঃ রাস্তা তৈরি শেষের সম্ভাব্য মেয়াদ পেরিয়ে গেলেও এখনো অসম্পূর্ণ রয়েছে কাজ। সূত্র মারফত জানা গিয়েছে যে, ২০২৩ সালের ৫ই এপ্রিল তারিখ থেকে কাজ শুরু হয়ে সম্ভাব্য শেষের তারিখ ঠিক হয় ২৫সে সেপ্টেম্বর ২০২৪, তবে নির্মীয়মান রাস্তার কাজ এখনও প্রায় অসম্পূর্ণ।
বছরভর ধুকড়ে চলা কাজে বিপদসংকুল এই রাস্তায় চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছেন পথ চলতি ছোট-বড় গাড়ির চালক,মানুষ সহ এলাকাবাসীরা। ভ্রূক্ষেপ নেই প্রশাসনের অভিযোগ এলাকাবাসীদের। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই প্রকল্পে ইতিমধ্যে বহুবার বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক জন। ক্ষোভ-বিক্ষোভ দেখিয়েছেন এলাকার বাসিন্দারা। এরপর সাময়িক বেড়েছে কাজের গতি। তারপর বেশ কিছুদিন গড়িয়ে গেলে আবার ধীর গতিতে চলছে এর কাজ। ফলে প্রকল্পের শেষের সম্ভাব্য তারিখ পেরিয়ে গেলেও এখনো অসম্পূর্ণ বেলদা কাঁথি রাজ্য সড়কের এই কাজ।
মূলত বর্তমান বেশি সমস্যা দেখা দিয়েছে জাহালদা থেকে বেলদা পর্যন্ত নির্মীয়মান এই রাস্তার। ধীর গতিতে চলতে থাকা রাস্তার কাজের সঙ্গে আর এক বিপদ মাঝে মধ্যে দেখা দিচ্ছে তাহলো দুর্যোগপূর্ণ আবহাওয়া। আর এর ফলে খানাখন্দে ভরে থাকা এই রাস্তায় জমছে জল। তার উপরে বেশ কিছু বাস ও লরি দ্রুত গতিতে এই রাস্তার উপর দিয়ে চলাচল ও নিত্যদিন গরুর ব্যাপারীরা এই পথ দিয়ে খাকুড়দা গরু হাটে গরু নিয়ে যাবার ফলে মানুষের যাতায়াতের পক্ষে একপ্রকার দুর্বিসহ হয়ে উঠেছে এই রাস্তা।
প্রসঙ্গত প্রায় বছরখানেক আগে বেলদা, কাঁথি রাজ্য সড়ক বেহাল হয়ে পড়ায় প্রায় ৯২ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫৬ কিলোমিটার এই রাস্তার কাজ নতুন করে সংস্কার ও সম্প্রসারণ এর কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের
শেষের এই সময় পেরিয়ে গেলেও এখনো প্রায় অসম্পূর্ণ এই কাজ। ইতিমধ্যেই আর কিছুদিন বাদে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর তার মাঝে এই বিপদ সংকুল নির্মীয়মান রাস্তার উপর দিয়ে ঝুঁকি বহুল ভাবে যাতায়াত করতে হচ্ছে পথ চলতি ছোট-বড় গাড়ি এবং মানুষদের। ফলে এখন প্রশ্ন উঠছে কবে সম্পূর্ণ হবে এই কাজ? সে বিষয়ে কারোর কাছে সঠিক কোন এখনো উত্তর নেই। তবে এলাকাবাসী সহ সাধারণ মানুষ চাইছেন দ্রুত সম্পূর্ণ হোক এই রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের কাজ। আর সেই দিকে তাকিয়ে রয়েছেন সবাই।