বিজেপির অপমান হলে হোক, যারা ৩ লক্ষ ভোটে হেরে গিয়েও কোর্টে যায় তাদের কোনও ইজ্জত আছে?- রেখা পাত্রকে 'মাল' বিতর্কে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম

কি বললেন ফিরহাদ হাকিম?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: রেখা পাত্রকে ভদ্রমহিলা বলে সম্বধোন করার পরে তাদের দলের কাছে হারার প্রসঙ্গে তাকে 'হেরো মাল' বলে কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। আর তারপরেই ক্ষোভে ফেটে পরে বিজেপি। একজন মহিলাকে 'মাল' বলে অসম্মান করা হয়েছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। তবে এবার নিজের স্থান স্পষ্ট করলেন ফিরহাদ হাকিম। তিনি দাবি করেছেন, রেখা পাত্রকে নয় বরং বিজেপিকে ক্যান্ডিডেট হিসাবে 'হেরো মাল' বলে মন্তব্য করেছিলেন তিনি। এই ক্ষেত্রে বিজেপি অপমান হলে হোক বলে জানিয়ে দিয়েছেন তিনি। যারা ৩ লক্ষ ভোটে হেরে গিয়ে কোর্টে যায় তাদের কোনও ইজ্জত আছে? প্রশ্নও তুলেছেন তিনি। তবে তিনি মহিলাদের মায়ের স্থানে রাখেন বলে জানিয়ে দিয়েছেন।

তিনি বলেছেন, "আমি এটা স্পষ্ট করতে চাই, আমি মহিলাদের মায়ের রূপে দেখি। আর ওরা যেটা বলছে 'মাল', সেই ক্ষেত্রে 'হেরো মাল', 'হেরে ভূত', এটি বাংলার কথ্য ভাষার একটি অংশ, এটি কোনও মহিলার জন্য নয়। আমাদের বিরুদ্ধে কেউ হেরে গেলে তাকে আমরা বলি 'হেরো মাল'। এই ক্ষেত্রে কোনও মহিলাকে 'মাল' বলে বলা হয় না। এটা কোনও দল বা প্রার্থীকে বলা হয়। আমি বিজেপিকে 'হেরো মাল' বলেছি। আর তারা 'হেরো মাল'ই। অমিত শাহ ২০০ আসন করতে গেছিলো পগারপার হয়ে গেছে, সে 'হেরো মাল'। বিজেপি 'হেরো মাল'ই, এতে যদি তাদের অপমান হয় হতে দিন। কিন্তু আমি সেই মহিলাকে তা বলিনি। মহিলাকে আমি কি বলেছি? 'ভদ্র মহিলা'। ভদ্র মহিলা বলে তাকে আমি সম্মান দিয়েছি। আর দলকে বলেছি 'হেরো মাল'। যারা ৩ লক্ষ ভোটে হেরে গিয়েও কোর্টে যায় তাদের কোনও ইজ্জত আছে? কোর্ট জেতাবে আপনাকে? নাকি সাধারণ জনগণ জেতাবে? আমরা জনগণের সাথে আছি আর ওরা কোর্টে যাচ্ছে, যেতে দিন। ইলকেশন কমিশনে যাচ্ছে, যদি ইলেকশন কমিশন ওদের কথামত করে, আমরা সুপ্রিম কোর্টে যাব। আমি রেখা পাত্রকে বলেছিলাম যে তিনি যা অনুভব করছেন তাতে আমি খুবই দুঃখিত হয়েছি। কোনো নারীকে অপমান করার কথা ভাবতেও পারি না। আমার নেত্রী মহিলা, আমার ঘরে মহিলারা রয়েছেন, আমার মা মহিলা, আমর ৩ কন্যা মহিলা, আমার স্ত্রী মহিলা- আমি মহিলাদের দেবী হিসাবে দেখি। আমার পরিবারে অনেক মহিলা আছে। মহিলাকে আমি মা হিসাবে দেখি। আমি ভাবতেই পারিনা কোনও মহিলাকে অপমান করার কথা। তবে বিজেপি অবশ্যই 'মাল'।