নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও জমি মাফিয়াদের দৌরাত্ব বন্ধ হয়নি। এবার লাঠি, ডান্ডা নিয়ে জমি মাফিয়ারা তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ ভাইরাল। আসানসোল হিরাপুর থানার অন্তর্গত আপার হিলভিউ এলাকার ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে লাঠি ডান্ডা নিয়ে ৪০-৫০ জন আপার হিলভিউ এলাকায় হামলা চালাচ্ছে। কয়েকজনকে বেধড়ক মারধর করা হচ্ছে। উদ্দেশ্য জমি কেড়ে নেওয়া হবে বলে অভিযোগ।
এই ঘটনারপর এলাকার মানুষেরা একজোট হয়ে হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এর পাশাপাশি আসানসোল উত্তরের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটকের দ্বারস্থ হয়েছেন ওই এলাকার বাসিন্দা। মন্ত্রী মলয় ঘটক বলেছেন সিসিটিভিতে দেখা গেছে ওদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। যত শীঘ্র সম্ভব অভিযুক্তরা গ্রেফতার হবে বলে এলাকার মানুষদের আশ্বাস দিয়েছেন মন্ত্রী মলয় ঘটক।