জাতিসত্ত্বার আন্দোলন! পথে আদিবাসী ভূমিজরা

একাধিক দাবিতে পথে আদিবাসীরা। জেলাশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে চললো ঘেরাও কর্মসূচি।

author-image
Pallabi Sanyal
New Update
aaa

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে, এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ে, জাতিসত্ত্বার আন্দোলন ক্রমেই প্রসারিত হচ্ছে জঙ্গলমহলে। লোকসভা ভোটের আগে জাতিসত্ত্বার দাবিটিকে আরও জোরালো ভাবে প্রশাসনের নজরে আনতে এবার জেলাশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল আদিবাসী ভূমিজরা। নিজেদের অধিকার বুঝে নিতে  ঝাড়গ্রামে জেলাশাসকের দফতরের সামনে ঘেরাও কর্মসূচি করছেন ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ।  ভূমিজ ভাষাকে রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি, পৃথক উন্নয়ন পর্ষদ, ভূমিজ বিদ্রোহের মহানায়ক শহিদ গঙ্গানারায়ণ সিং ও চূয়াড় বিদ্রোহের মহানায়ক শহিদ রঘুনাথ সিংয়ের জন্মজয়ন্তীর দিনগুলিতে সাধারণ ছুটি ঘোষণা এবং সরকারি উদ্যোগে দুই শহিদের মূর্তি স্থাপন সহ মোট ১১ দফা দাবি নিয়ে এই ঘেরাও কর্মসূচি।  জঙ্গলমহলের বিভিন্ন জেলা থেকে প্রচুর আদিবাসী ভূমিজ ঝাড়গ্রামে এসে কর্মসূচিতে যোগদান করেছেন।