চুয়াড় বা চোয়াড়রা ছিল বাংলার মেদিনীপুর জেলার জঙ্গলমহলের ভূমিজ অধিবাসী। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমির ওপর চড়া ভূমিরাজস্ব ধার্য করলে তার বিরুদ্ধে সংঘটিত হয় বিদ্রোহ।
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরে চুয়াড় বিদ্রোহের মহানায়ক বীর শহীদ রঘুনাথ শিং এর পূর্ণমূর্তি স্থাপন করা হলো । বীর শহীদ রঘুনাথ সিং ছিলেন চুয়াড় বিদ্রোহের স্বাধীনতা সংগ্রামী এবং নেতা। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে চুয়াড় বিদ্রোহে নেতৃত্ব দেন এবং ১৮৩৩ সালের ২৩ সেপ্টেম্বর তিনি শহীদ হন। বীর শহীদ রঘুনাথ সিং মূলত ঝাড়খণ্ডের ঘাটশিলা এলাকার দাম পাড়ার বাসিন্দা ছিলেন। এদিন ঝাড়গ্রাম শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বীর শহীদ রঘুনাথ সিং এর পূর্ণমূর্তি উন্মোচন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এদিন ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় থেকে মিছিল শুরু করে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের মানুষজনেরা।রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন, ''ব্রিটিশ সাম্রাজ্য দখল করে রেখেছিল এবং তারা বাণিজ্য করতে এসে দখল করে রেখেছিল দেশটাকে, তারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছিল আর এদের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়িয়েছিল আদিবাসী সমাজ।''