পড়ুয়াদের পরিবেশ নিয়ে সচেতন করার উদ্যোগ! কী বললেন ডক্টর রাজেশ কুমার

পুরুলিয়ায় পশ্চিবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একটি ওয়ার্কশপ কাম মডেল প্রদর্শনীর আয়োজন করে।  এপ্রিলের ১৮ ও ১৯ তারিখে এই ওয়ার্কশপ কাম মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
1af3b427-d0be-4178-9969-4c1243cae334.jpg

নিজস্ব সংবাদদাতা:  পুরুলিয়ায় পশ্চিবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একটি ওয়ার্কশপ কাম মডেল প্রদর্শনীর আয়োজন করে।  এপ্রিলের ১৮ ও ১৯ তারিখে এই ওয়ার্কশপ কাম মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর রাজেশ কুমার, মেম্বার সেক্রেটারি,  পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ,   ডক্টর কল্য়ান রুদ্র,  চেয়ারম্যান,  পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং শ্রী সুব্রত ঘোষ, অফিসার অন স্পেশ্যাল ডিউটি, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। প্রায় ২০টি স্কুলের পড়ুয়ারা ওয়ার্কশপ কাম মডেল প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারি  ডক্টর রাজেশ কুমার বলেন,  "ছাত্র-ছাত্রীদের পরিবেশ নিয়ে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাঁদের শিক্ষক-শিক্ষিকারাও এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। যা আনন্দের বিষয়।"

 tamacha4.jpeg