বিকল সজলধারা! গরমে জল না পেয়ে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম

পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামের মানুষজনদের,হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় গাছের গুড়ি ফেলে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামের মানুষ। তাদের দাবি, দ্রুত পানীয় জলের ব্যবস্থা করুক প্রশাসন।

author-image
Pallabi Sanyal
New Update
chandrakona

যাদবনগরে জলকষ্ট

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : দীর্ঘ তিন মাস ধরে গ্রামে পানীয় জলের চরম সঙ্কট। তিনটি সজলধারা থাকলেও দীর্ঘদিন ধরে তা বেহাল। সজলধারা মেরামতের জন্য একাধিকবার নেওয়া হয়েছে টাকা কিন্তু তারপরও কাজের কাজ কিছু হয়নি।অবশেষে জল না পেয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামের মানুষজন।পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামের মানুষজনদের,হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় গাছের গুড়ি ফেলে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামের মানুষ। তাদের দাবি, দ্রুত পানীয় জলের ব্যবস্থা করুক প্রশাসন। তীব্র দাবদাহের মধ্যে জল না পেয়ে চরম ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের  যাদবনগর গ্রামে।
যাদবনগর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রামে রয়েছে তিনটি সজলধারা প্রকল্প। কিন্তু প্রচন্ড দাবদাহের মাঝে প্রায় দুই মাস ধরে সজলধারা থেকে কোনও পানীয় জল পড়েনি।একাধিক বার ব্লক প্রশাসন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সকলকেই জানানো হয়েছে কিন্তু কেউ পানীয় জলের ব্যবস্থা করার উদ্যোগ নেয়নি।তাই কোনও সুরাহা না পেয়ে সকাল থেকে চন্দ্রকোনা-মহেশপুর রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে গ্রামের মানুষজন।তীব্র দাবদাহের মাঝে বহু দূর-দূরান্ত থেকে পানীয় জল এনে জলের চাহিদা মেটাতে হচ্ছে।তাদের দাবি, দ্রুত প্রশাসন এসে তাদের আগে জলের ব্যবস্থা করুক তারপরেই তারা অবরোধ তুলবে। খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছে চন্দ্রকোনা থানার পুলিশ।পরে ঘটনাস্থলে পৌঁছান ব্লকের বিডিও অমিত ঘোষ।তিনি বলেন,"বিকল সজলধারা যাতে দ্রুত সারানো যায় তার ব্যবস্থা করা হচ্ছে,আপাতত পানীয় জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হচ্ছে।"