"এক জীবনের মধ‍্যে দশ জীবন "!

লেখক-বিধায়ক-সমাজ সেবক! অতীতে টোটো চালক, মুটে আরো কত কিছু। জীবন একটাই। কিন্তু পেশা অনেক। ফেসবুকে বিশেষ পোস্ট মনোরঞ্জন ব্যাপারীর। এক জীবনে দশ জীবনকে খুঁজে পাওয়ার ইঙ্গিত।

author-image
Pallabi Sanyal
New Update
1111111

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : পুরনো সব কিছু ভুলে যেতে চান! ফেসবুক পোস্টের শুরুতেই কেন এমনটা লিখলেন? কি বোঝাতে চাইলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্য়াপারী। মাঝে দল ছাড়া নিয়েও চলছিল বিস্তর জল্পনা। দলের নেতা নেত্রীদের বিরুদ্ধেও খুলছেন মুখ। কাটমানি-দুর্নীতি ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে তাকে। এবার তিনি লম্বা চওড়া একটা লেখা লিখে পোস্ট করলেন তার ফেসবুকের টাইমলাইনে।
পোস্টের শুরুতেই বিধায়ক লিখেছেন, ''পুরাতন সব কিছু ভুলে যেতে চাই। আমি কঠোর দরিদ্র জীবন দেখেছি প্রায় চল্লিশ বছর। শুধু জল খেয়ে পেটের যন্ত্রণা  ভুলে থাকার  সেই দিন গুলো আজও মনে পড়লে বুকে ব‍্যথা  মোচড় দিয়ে ওঠে।'' জীবনের নানান ধাপের কথা উল্লেখ করেছেন তিনি। কবি জীবন, তার আগের জীবন আরো কত কিছু। তারপরই উল্লেখ করেন "এক জীবনের মধ‍্যে দশ জীবন " এর মতো তিনিও জীবন যাপন করেছেন। বদনাম যেমন জুটেছে, তেমন সুনামও জুটেছে বিধায়কের কপালে। সব কিছু নতুন করে আবার শুরু করতে চাই বলে কী ইঙ্গিত দিতে চেয়েছেন বিধায়ক ? অন্য কোনো জীবনের কথা বোঝালেন নাকি অন্য় কোনো রাস্তায় হাঁটার ইঙ্গিত দিলেন? পিছনের দিকেও তিনি ফিরে দেখতে চান না? কীসের হাতছানি? তবে তিনি এটাও লিখেছেন যে তিনি নিজেও জানেন না পথ তাকে কোথায় নিয়ে যাবে।লেখক বলেই কি কাব্য করলেন নাকি পোস্টের অভ্যন্তরে লুকিয়ে কোনো যন্ত্রণা! যা থেকে মুক্তি পেতে নতুন পথের উল্লেখ। মনোরঞ্জন ব্যাপারীর পোস্ট ভাবাচ্ছে রাজনৈতিক মহলের একাংশকে।