বন্যা! ঘটালে জরুরী বৈঠক! বিকেলে আসতে পারেন দেব

মহকুমা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে ঘাটালে বন্যার জরুরী ভিত্তিক বৈঠক।

author-image
Anusmita Bhattacharya
New Update
ghatalmeeting

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কয়েকদিনের টানা বৃষ্টির ফলে ঘাটালের শিলাবতী, মনসুকার ঝুমি ও চন্দ্রকোনার কেঠিয়া নদীর জল বেড়ে প্লাবিত হয়ে গেছে ঘাটাল পৌর এলাকা, চন্দ্রকোনাসহ মহকুমার বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে রাজ্য সড়ক থেকে শুরু করে গ্রামীন বিস্তীর্ণ এলাকা ও বিঘের পর বিঘে কৃষি জমি। জল পেরিয়ে নৌকা ও ডিঙ্গি করে চলছে মানুষের যাতায়াত। প্রবল সমস্যায় ঘাটাল মহকুমার বানভাসি এলাকার মানুষ। 

মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর ও চন্দ্রকোনার বিধায়িকা, মহকুমার পাঁচটি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, জনপ্রতিনিধি সহ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ঘাটালের বন্যার জরুরী ভিত্তিক বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিক। বৈঠক শেষে ঘাটালের আজবনগর গ্রাম পঞ্চায়েতের রথীপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরী ও জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রশাসনের আধিকারিকরা। সূত্রের খবর, আজ বিকেল নাগাদ ঘাটালের বন্যা পরিদর্শনে আসবেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব।