নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের সুবর্ণরেখা ও ডুলুং নদীর মিলনস্থলে গড়ে ওঠা কোদোপাল প্রাকৃতিক পর্যটন কেন্দ্রে হামলা চালাল একদল হাতি। এই হামলার ঘটনায় ভেঙে চুরমার পর্যটনকেন্দ্রের একাধিক শোভা বর্ধনকারী সামগ্রী।
জানা গিয়েছে যে একদল হাতি পর্যটন কেন্দ্রের মধ্যে ঢুকে চিলড্রেন পার্কের ভেতরে কৃত্রিমভাবে তৈরি হাতি, ডাইনোসর, নানা মূর্তি ও নৃত্যরত আদিবাসী নারীর মূর্তি ভেঙে ফেলে। বন দফতর সূত্রে জানা গেছে যে ১১ টি হাতির একটি দল প্রবেশ করেছিল পর্যটন কেন্দ্রে। পর্যটন কেন্দ্রের ভিতরে তাণ্ডব চালিয়ে জঙ্গলে ফিরে যায় হাতির দল। সাঁকরাইলের বিডিও রোহন ঘোষ বলেন, 'এক দল হাতি ছিল। তার মধ্যে দুটি বাচ্চা হাতি ছিল। পর্যটন কেন্দ্রের ভিতরে জলের পাইপ নষ্ট হয়েছে। বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে। ব্যবস্থা নিচ্ছে'।