স্থানীয় খবর বিশ্ব হাতি দিবসে অব্যাহত রইল হাতির তান্ডব ঝাড়গ্রাম জুড়ে হাতির তান্ডবে আতঙ্কিত মানুষ। নষ্ট হচ্ছে ফসল, ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর। যাচ্ছে প্রাণ। বনদপ্তরের ভূমিকা নিয়েও রয়েছে ক্ষোভ। হুলা পার্টিও কাজ বন্ধ করেছে। হাতির তান্ডবে টেকা দায় হয়ে যাচ্ছে এক কথায়। Pallabi Sanyal 12 Aug 2023 17:11 IST Follow Us New Update নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বাচ্চাদের খাবার লুঠ করে খেয়ে ছড়িয়ে নষ্ট করলো হাতির দল।বিশ্ব হাতি দিবসে হাতির তান্ডব অব্যাহত। খাবারের সন্ধানে হাতির দল ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর লুঠপাট চালাচ্ছে। ঝাড়গ্রাম ব্লকের গিরা প্রাইমারী স্কুলে খাবারের সন্ধানে তান্ডব চালিয়েছে। মিড ডে মিলের চাল খেয়ে ছড়িয়ে নষ্ট করে।পুকুরিয়ার ঢোলকাট এলাকায় প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয়ের ও রান্নাঘরের দরজা ভাঙে হাতি। সুরেন মাহাতর বাড়ি, দোকান ভাঙচুর করে লুঠপাট চালায় হাতি।জাম্বনী ব্লকের গদরা এলাকায় একাধিক বাড়ি ভাঙে ধানের বিজতলা খেয়ে পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে।যদিও এত কিছুর পরেও বনদপ্তর উদাসিন বলে অভিযোগ।ক্ষতিপূরণ তো দূর অস্ত, হুলাপার্টিও কাজ বন্ধ করায় আরো সমস্যায় সাধারণ মানুষ। jambaniblock jhargram wild elephant attack Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন