তিস্তায় আটকে পড়ল হাতি, তারপর?

প্রবল বৃষ্টিপাতে জলস্তর বেড়ে যাওয়া তিস্তায় আটকে হাতি।

author-image
Aniket
New Update
jkjk

নিজস্ব প্রতিনিধি: রেমাল ঝড়ের পর উত্তর পূর্ব ভারত জুড়ে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। যার কারণে, গত কয়েক দিন ধরেই উত্তরবঙ্গ সহ সিকিমে চলেছে ভারী বৃষ্টিপাত। পাহাড়ে বৃষ্টির কারনে ইতিমধ্যেই তিস্তা নদী সহ অন্যান্য নদীগুলোতে বৃদ্ধি পেয়েছে জলস্তর। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার গজলডোবা সংলগ্ন টোটগাওয়ে তিস্তার বুকে একটি হাতিকে অসহায় অবস্থায় দেখতে পাওয়া যায়। আর যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় ইতিমধ্যে বনবিভাগ তিস্তা নদীর বুকে আটকে পরা হাতির গতিবিধির ওপর নজর রাখছে।

Add 1

teesta | North Bengal | Elephant | Rain