হাতির তাণ্ডব ডুয়ার্সে, আতঙ্কে চা শ্রমিকরা

আতঙ্কে চা শ্রমিকরা।   

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: ফের হাতির তাণ্ডব লোকালয়ে। জানা গিয়েছে, ডুয়ার্সের জলদাপাড়ার চিলাপাতা জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে চলে আসে চারটি হাতি। ডোব্বরহাট এলাকায় একটি বাড়ির ঘর ভেঙে দুইবস্তা ধান সাফাই করে দেয় হাতির দলটি। পরবর্তীতে এদিন সকালে দক্ষিণ ও উত্তর কামসিং ও শালবাড়ি এলাকায় দাপিয়ে বেড়ায় হাতির দলটি। ফলে আতঙ্কিত হয়ে পরেন এলাকার সাধারণ মানুষ।

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, মথুরা চা বাগানে হাতিটি ঢুকে যায়। যার ফলে কাজ ছেড়ে পালান চা শ্রমিকরা, পন্ড হয়ে যায় চা বাগানের কাজ। এই ঘটনায় অবশেষে ঘটনাস্থলে এসে পৌঁছেছে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা। জানা গিয়েছে, হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনকর্মীরা। আরও জানা গিয়েছে যে, এখন মথুরা চা বাগান সংলগ্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে হাতির দলটি।

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, বনদফতরের এক আধিকারিক জানিয়েছেন, হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা হচ্ছে। গ্রামবাসীদের সতর্ক থাকতেই মাইকিং করা হচ্ছে। এই বিষয়ে, চা শ্রমিক রিনা টপ্পো জানান, ' আমরা সকালে বাগানে কাজ করতে আসছি। কিন্তু, দেখতে পারলাম চা বাগানে হাতির দল আসছে। ভয়ে তাই কাজ বাদ দিয়ে পালিয়ে যাচ্ছি আমরা। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি বাগানে ঘোরাঘুরি করছে হাতির দল।