হাতির তাণ্ডব অব্যাহত

ঝাড়গ্রামে হাতির তান্ডব যেন থামছেই না। কী করছে বন দফতর? কেন খাবারের খোঁজে লোকালয়ে হাতি? ক্ষুব্ধ স্থানীয়রা।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্রাম রেঞ্জের অন্তর্গত সাপধরা অঞ্চলের কুন্ডল ডিহি এলাকায় বুধবার ভোররাত থেকেই হাতির তাণ্ডব শুরু। বুধবার ভোর রাতে তিনটি  হাতি আচমকা একটি ধান গোডাউনের সামনে গিয়ে তাণ্ডব চালায়। পরপর তিনদিন ওই ধান গোডাউনে গিয়ে হাতির দল তাণ্ডব চালায় বলে গ্রামবাসীরা জানান। ওই তিনটি হাতি ওই এলাকায় দাপিয়ে বেড়ানোয় ঝাড়গ্রাম চন্দ্রী রাস্তায় বেশ কিছুক্ষণ  যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও ওই তিনটি হাতি পুকুরিয়া এলাকায় আম বাগানে ঢুকে, আম গাছের ডাল ভেঙে আম পেড়ে খায়, গত তিন দিন ধরে পুকুরিয়া, কুন্ডল ডিহি, শিমুল ডাঙ্গা এলাকায় হাতির দল তান্ডব চালাচ্ছে বলে গ্রামবাসীরা জানান । ওই তিনটি হাতির পাশাপাশি আরও একটি দলছুটা হাতি ওই এলাকায় রয়েছে। যার ফলে চারটি হাতি ওই এলাকা জুড়ে ব্যাপক ফসলের ও ঘরবাড়ির ক্ষতি করছে। গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানিয়েছেন। বনদপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেভাবে ওই চারটি হাতি ওই এলাকায় তান্ডব শুরু করেছে তাতে আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।