হাতির তাণ্ডব শহর জুড়ে, আতঙ্কে এলাকাবাসীরা

আতঙ্কে এলাকাবাসীরা।

author-image
Adrita
New Update
১১

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ হাতির তাণ্ডব ফালাকাটা শহরে। জানা গিয়েছে বৃস্পতিবার ফালাকাটা শহরের একাধিক জায়গায় হাতিটি তাণ্ডব চালায়। রাস্তার উপরে বেরিয়াল গুলো মচকে ভেঙে দিয়ে যায়।

এদিন ফালাকাটা থানার পুলিশ উপস্থিত থাকেন এবং সাধারণ মানুষের সার্থে সতর্কমূলক প্রচার করেন। জানা গিয়েছে জলদাপাড়া বন বিভাগ আধিকারিকরাও পৌঁছান সেখানে। হাতিটিকে জঙ্গলে ফেরার চেষ্টা করছে বন দফতর।