মেদিনীপুর ও তার আশপাশের এলাকায় কত হাতি রয়েছে জানেন? প্রকাশ্যে এলো তথ্য

এই তথ্য মেদিনীপুর বনবিভাগের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2024-12-09 at 09.41.25

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ গণনা হয়ে গেল হাতির সংখ্যার। হাতিদের অবস্থান ও হাতির সংখ্যা নিয়ে হয়ে গেল একটি পুঙ্খনাপুঙ্খ হিসাব। 

যা জানা যাচ্ছে, মোট হাতির সংখ্যা ৭২টি। যার মধ্যে চাঁদড়া রেঞ্জ- গোলগোলচটি এলাকায় রয়েছে ১টি, সুকনাখালি এলাকায় রয়েছে ২টি, আমাঝর্নাতে রয়েছে ২টি হাতি।

elephant attack.jpg

এছাড়াও গোদাপিয়াশাল রেঞ্জ-ধর্মডাঙ্গা এলাকায় রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক হাতি। সেখানে রয়েছে ৩৬-৩৮টি। কাওয়াবাঁধ এলাকায় রয়েছে ২৪ থেকে ২৫টি হাতি। পিরাকাটা রেঞ্জ-জয়নারায়নপুর এলাকায় রয়েছে ১টি হাতি, বেনাগেরিয়ায় রয়েছে ১টি হাতি, লালগড় রেঞ্জ-কামরাঙ্গী এলাকায় রয়েছে ১টি হাতি, বনিসল এলাকায় রয়েছে ১টি হাতি।

এই তথ্য মেদিনীপুর বনবিভাগের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়েছে। একই সাথে বনবিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন। জঙ্গলে আগুন লাগানো এবং বন্য প্রাণী শিকার হইতে বিরত থাকুন। ইহা দন্ডনীয় অপরাধ’।

assqsaq