পানামা ও সুয়েজ খাল নিয়ে এবার বড় দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প
আকাশ থেকে আগুন ঝরছে, তীব্র তাপে শরীর ঝলসে যাবে, তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে পারেন, চিন্তাভাবনায় ইতিবাচকতা আনার চেষ্টা করুন!
কাজের চাপের কারণে, শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন! এই রাশি নিজেকে খুশি রাখুন
আর্থিক অবস্থা ভালো হচ্ছে, আটকে থাকা টাকা উদ্ধার করা সম্ভব! এই রাশির ভাগ্যে আজ আর কি আছে?
জল ছেড়ে দিল ভারত! বন্যা পাক অধিকৃত কাশ্মীরে
"হত্যা বন্ধ করুন"! ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন চুক্তি নিয়ে পোস্টের পর বিস্ফোরক মাস্ক
রাশিয়া "পূর্বশর্ত ছাড়াই" ইউক্রেনের সাথে পুনরায় আলোচনায় প্রস্তুত! বললেন পুতিন
গাড়ি বিস্ফোরণ, রুশ জেনারেল নিহত, ‘ইউক্রেনীয় স্পেশাল সার্ভিস এজেন্ট’ আটক!

কমবয়সী হাতির রহস্যজনক মৃত্যু

নলদাম অঞ্চলে বনদফতরের নজরদারি আরও বাড়ানো হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-09 at 15.02.28

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের কলমাপুকুরিয়া বিটের নলদাম এলাকার খাস জঙ্গলে এক কমবয়সী হাতির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, মৃত হাতিটির শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন মেলেনি। প্রায় ১৬ থেকে ১৭ বছর বয়সের হাতির এভাবে মৃত্যু অস্বাভাবিক বলেই মনে করছেন বনকর্তারা। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। বনদফতর সূত্রে খবর, এদিন ৭৬ নম্বর খাস জঙ্গলের গভীরে একটি হাতির মৃতদেহ দেখতে পান বনকর্মীরা। খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। তবে মৃত হাতিটিকে ঘিরে চার থেকে পাঁচটি জীবিত হাতিকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্ধারকাজে প্রথমে বাধা আসে। পরে হুলা পার্টির সদস্যরা হুলা জ্বালিয়ে হাতিগুলিকে সরালে, জেসিবি মেশিনের সাহায্যে মৃত হাতিটিকে জঙ্গল থেকে তুলে আনা হয় পাঁচকাহানিয়ে বিট অফিসে। সেখানেই মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। বনদফতরের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই অঞ্চলে প্রায় পাঁচ থেকে ছয়টি হাতির একটি দল একসঙ্গে ঘোরাফেরা করত। সোমবার রাতে ওই দলটি খাবারের সন্ধানে জঙ্গলের বাইরে গিয়েছিল। পরে বনকর্মীরা তাদের ড্রাইভ করে আবার গভীর জঙ্গলে ফিরিয়ে দেন। পরের দিন সকালে ওই হাতির মৃতদেহ পাওয়া যায়।

elephant

খড়গপুর ডিভিশনের ডিএফও মণীষ যাদব বলেন, "হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে”। প্রবল গরম, রোগ বা বিষক্রিয়ার সম্ভাবনাও খতিয়ে দেখছে বনদফতর। তবে কোনো ধরনের অসাধু কাজের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ঘটনা ঘিরে নলদাম অঞ্চলে বনদফতরের নজরদারি আরও বাড়ানো হয়েছে।