নিজস্ব সংবাদদাতা: ফের হাতির তাণ্ডব ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রামানন্দপুর গ্রামে। বৃহস্পতিবার গভীর রাতে একটি হাতি রামানন্দপুর গ্রামে তাণ্ডব চালায়। একটি বাড়ি ভেঙে দেয়। অল্পের জন্য বাড়ির মালিক বেঁচে যান। বাড়ি ভেঙে দেওয়ার পাশাপাশি একটি ধানের বস্তা চালের বস্তা নিয়ে চম্পট দিয়েছে হাতি। ঝাড়গ্রাম জেলার প্রায় সর্বত্র বিশেষ করে সাঁকরাইল গোপীল্লভপুর এলাকায় হাতির তাণ্ডব থামতেই চাইছে না। বারংবার বনদফতরকে বলেও এর কোন সমাধান আজ পর্যন্ত বের হয়নি। বৃহস্পতিবার গভীর রাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেও বেশিরভাগ সময়ে দেখা যায়, আহত না হয়, নিহত হয়েছে গ্রামবাসীরা। ঝাড়গ্রাম জেলাবাসীর কাছে একটা স্বস্তির ব্যাপার ছিল বিশেষ করে ঝাড়গ্রাম বিধানসভা এলাকায় যে মন্ত্রী বিরবাহা হাঁসদা বন প্রতিমন্ত্রী। কিন্তু বিধায়ক গ্রামবাসীদের সেই আশায় সম্পূর্ণ জল ঢেলে দিয়েছেন। তিনি মন্ত্রী হওয়ার পরে একবারের জন্যও কোন আহত বা নিহত বা আক্রান্ত গ্রামবাসীদের পাশে দাঁড়াননি। তাঁদের খোঁজ পর্যন্ত নেননি। ঝাড়গ্রাম জেলায় এই নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ জাগছে।