ফের লোকালয়ে হাতির হানা ! ভাঙল রাইস মিলের শাটার, এলাকায় ছড়াল আতঙ্ক

হাতির তাণ্ডবে আতঙ্কে সাধারণ মানুষ।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
h

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ কথায় আছে, "পেটের জ্বালা বড়ই জ্বালা" সে মানুষ হোক কিংবা পশু। খাবারের জ্বালায় রাইস মিলের শাটার ভাঙলো হাতি। হাতির তাণ্ডবে আতঙ্কে সাধারণ মানুষ। খবরের সন্ধানে গুদামের শাটার ভাঙলো হাতি। ঘটনাটি ঘটেছে শুক্রবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সীমান্তবর্তী এলাকা কলসিভাঙাতে।

জানা গেছে শুক্রবার খাবারের সন্ধানে হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং হানা দেয় কলসিভাঙ্গা এলাকায় অবস্থিত একটি রাইস মিলে। ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। হাতি এলাকায় ঢুকলে হাতি দেখতে ভিড় জমান এলাকার বহু মানুষ। তারা সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দিও করেন। জানা গেছে, জঙ্গলে খাবারের আকাল ফলে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি। ওই এলাকায় থাকা একটি রাইস মিলে ঢুকে পড়ে এবং ওই চাল গোডাউনের শাটারটি ভেঙ্গে দেয় হাতিটি।

যদিও ঘটনাস্থলে বনদপ্তর উপস্থিত থাকায় হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। তবে ওই ঘটনার ফলে আতংকে রয়েছেন ওই রাইস মিলের কর্মীরা। তবে বারংবার হাতির তাণ্ডবে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। জানা গেছে, বছরের প্রায়দিনই হাতির তাণ্ডবে আতঙ্কে থাকতে হয় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের জঙ্গল লাগোয়া এলাকার মানুষকে। 

Add 1