নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সোমবার রাতে হাতির হামলার ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের দেবগ্রাম অঞ্চলের গাড়রা গ্রামে। মৃত ব্যক্তির নাম শংকর মাহাতো, তার বয়স আনুমানিক প্রায় পঞ্চাশ বছর, বাড়ি গাড়রা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায় যে স্থানীয় বটডাঙ্গা গ্রামে তিনি সোমবার রাতে মনসা পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন। মনসা পুজোর অনুষ্ঠান সেরে মাঠের মধ্য দিয়ে তিনি যখন বাড়ি ফিরছিলেন আচমকা দুটি হাতি তাকে আক্রমণ করে, হাতির হামলায় তার শরীর ছিন্ন-ভিন্ন হয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দফতরকে ও শালবনি থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বন দফতরের কর্মীরা।
বন দফতরের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকায় থাকা দুটি হাতির গতিবিধির উপর নজরদারি শুরু করা হয়েছে। শালবনি থানার পুলিশ মঙ্গলবার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। মৃতদেহটি ময়নাতদন্তের পর পুলিশের পক্ষ থেকে দেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ওই ঘটনার ফলে তার পরিবারে ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।