নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার লাউড়িয়াদাম গ্রামে হাতির হামলা। শঙ্কর ঘোষের গোয়াল ঘরে ঢুকে পড়ে হাতি। গোয়ালে এবং বাইরে বেঁধে রাখা গবাদিপশুর উপর (গরুর) হাতি হামলা চালায়। ঘটনায় একাধিক গরু মারা গেছে ও জখম হয়েছে বলে জানা যাচ্ছে।
খাবারের সন্ধানে ঘর ভাঙার ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু গোয়াল ঘরে এভাবে হামলার ঘটনায় হতবাক এলাকার মানুষ। বনদপ্তরের তরফে শঙ্কর ঘোষের বাড়িতে যাওয়া হয় এদিন। যে হাতি এই ঘটনা ঘটিয়েছে তার উপর নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এরকম ঘটনা সাধারণত ঘটায় না হাতি।
/anm-bengali/media/media_files/KUbwWgbreeGN2rPrGppM.jpg)
তবে এইভাবে ঘরে-বাইরে লাগাতার হাতির আক্রমণে ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় আতঙ্কিত এলাকাবাসীর মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। হাতি নিয়ন্ত্রণে বনদপ্তরের উদাসীনতা, নিষ্ক্রিয়তা ও পরিকল্পনাহীনতার কারণেই এই ধরনের মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ।