নিজস্ব সংবাদদাতা: গড়বেতার আঁধারনয়ন বিট থেকে চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে প্রবেশ করল হাতির দল। গতকাল রাত প্রায় বারোটা নাগাদ আনুমানিক ৫০ টির উপর একটি হাতির দল চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে প্রবেশ করে বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরে এই হাতির পালটি পাশের গড়বেতার আঁধারনয়ন বিটে ঘাঁটি গেড়ে উড়াশাই মালবাঁদি, ল্যাওড়াশোল, বহড়াশোল ঘুরে বেড়াচ্ছিল। হাতির পালটি আড়াবাড়ির জঙ্গল থেকে আনন্দপুর হয়ে গড়বেতার আঁধারনয়ন বিটে প্রবেশ করে কয়েকদিন আগে এমনটাই বন দপ্তর সূত্রে জানা যায়।
গতকাল সন্ধ্যায় হাতির পালটি জঙ্গল থেকে বেরিয়ে বহড়াশোলের দিকে চলে আসে চন্দ্রকোনা রোড-চন্দ্রকোনা টাউন রাজ্যসড়কের ধারে। বাধা পেয়ে হাতির পাল ঘুরে আঁধারনয়ন বিটেরই শাঁখাবাঈ হয়ে আলমপুরের দিকে চলে যায়। রাত প্রায় বারোটা নাগাদ আলমপুর থেকে চন্দ্রকোনার বক্সিবাগান চেকপোস্টে চলে আসে পালটি। চন্দ্রকোনা রোড-চন্দ্রকোনা টাউন রাজ্যসড়ক পার হয়ে বক্সিবাগান, রামগড় হয়ে গ্রামের ভিতর দিয়ে রাতেই ধামকুড়িয়া জঙ্গলে প্রবেশ করে।
বর্তমানে হাতির পালটি চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে রয়েছে বলে খবর। রাতে চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে প্রবেশের আগে রামগড়ে আদিবাসী পাড়ায় একটি বড়ো শুকুর মারা গেছে হাতির আক্রমণে। এছাড়াও বক্সিবাগান, রামগড় এলাকায় কিছু ধান ও আলু চাষের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।