নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সুলতাননগর জ্যোত গৌরাঙ্গ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৩১টি আসনে আজ নির্বাচন চলছে। সকাল ৯ টা থেকে শুরু হয়েছে নির্বাচন। বেলা গড়াতেই দেখা গেল ছাপ্পা ভোট ঘিরে তুমুল উত্তেজনা। তার আগে সকালে একপ্রস্ত গন্ডোগোল বাঁধে ১০০ মিটারের মধ্যে ভোটার ক্যাম্প করা নিয়ে। তখন পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
বেলা গড়াতেই জটাধরপুর বুথে হঠাৎই দেখা যায় বেশ কিছু বহিরাগত যারা এই সমিতির মেম্বার নয় তারা নাকি ভোট দিতে ঢুকছে এমনই অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। এলাকার মানুষের অভিযোগ, বেশ কিছু ভোট দিয়েছে তারা। এলাকার মানুষজন বহিরাগতদেরকে আটকাতেই শুরু হয় পুলিশের সাথে তুমুল উত্তেজনা। এলাকার মানুষের প্রশ্ন পুলিশ থাকা সত্বেও কেন এভাবে বহিরাগতরা ছাপ্পা ভোট দিতে আসবে?
বহিরাগত একজনকে ঘিরে ধরে পুলিশের সামনেই চলে তুমুল ধস্তাধস্তি। ফাটল এক ব্যক্তির মাথা। অপরদিকে পুলিশের সামনেই একজনকে মারধর করে পুলিশ গাড়িতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা। যদিও সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত এনে ছাপ্পা ভোট করানোর অভিযোগ তোলা হয় এবং পুলিশের সামনেই সমস্ত কিছু ঘটলেও নীরব ছিল পুলিশ এমনই অভিযোগ তোলা হয়। যে ব্যক্তির মাথা ফাটানো হয়েছে সে সিপিএমের কর্মী বলে দাবি সমবায় বাঁচাও মঞ্চের। স্বপন ঘোষ নামের এক বিজেপি কর্মী ও ভোটার দাবি করেন তাকে তৃণমূলের বহিরাগতরা তুলে নিয়ে গিয়ে মারধর করে। কোনো ক্রমে সে ছাড়া পেয়েছে। ঘটনায় তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিষ হুদাইত বিরোধীদের তোলা সব অভিযোগ অস্বীকার করে বলেন, "ভোটের ফলাফল কী হবে বুঝতে পেরে ওরা মিথ্যা অভিযোগ করছে। সিন ক্রিয়েট করার জন্য ওরা এসব বলে বেড়াচ্ছে"।