এগিয়ে বাংলাঃ 'নেই পর্যাপ্ত ডাক্তার', প্রশ্নের মুখে গ্রামীণ হাসপাতাল

চূড়ান্ত অব্যবস্থার সামনা সামনি হয়েছে আজ বাংলার স্বাস্থ্য পরিষেবা। উন্নত মানের পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের সাথে বঞ্চনা করা হচ্ছে।

author-image
Adrita
New Update
g

নিজস্ব সংবাদদাতাঃ গ্রামীণ হাসপাতালগুলির অবস্থা খুবই শোচনীয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাধের 'এগিয়ে বাংলা'র স্বপ্ন কার্যত অধরাই রইল। রাজ্যের বিরোধী দল বিজেপির নেতা সুকান্ত মজুমদার এই আবহে তার 'এক্স' হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডি গ্রামীণ হাসপাতালের শোচনীয় অবস্থার ছবি স্পষ্ট ধরা পড়েছে। 

hiring.jpg

এই ভিডিওতে দেখা গিয়েছে যে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থারও পর্যাপ্ত পরিকাঠামাও নেই দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডি গ্রামীণ হাসপাতালে। সেখানে রোগীর রক্তচাপ পরিমাপের জন্য 'সিভিক ভলান্টিয়ার' উপস্থিত রয়েছে। কিন্তু ডাক্তার বা নার্স কোথায় ? 

এখন 'সিভিক ডাক্তার' এর আগমন ঘটেছে প্রকৃত ডাক্তারের পরিবর্তে। এটাই কি বাংলার রাজ্য সরকারের 'বিশ্ব-মানের স্বাস্থ্যসেবা সুবিধা' ? প্রশ্নের উত্তর দেবে এই প্রমাণিত ভিডিও। 

hiring 2.jpeg