নিজস্ব সংবাদদাতা: আজ ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ উত্তরবঙ্গে শিলিগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বর্তমানে সেখানে মোদী আসার ঠিক আগের মুহূর্তের প্রস্তুতি পর্যালোচনা করছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে সন্দেশখালিতে কেন্দ্রীয় সংস্থার পদক্ষেপ নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপি প্রধান সুকান্ত মজুমদার নিজের বার্তা দিয়েছেন।
তিনি ইডির ওপর হামলার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ শাহজাহানকে নিশানা করে বলেছেন, "ইডি সবাইকে ধরবে। যারা শেখ শাহজাহান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইডিকে আক্রমণ করেছিল - এটি ইডির উপর নয়, ভারতের সংবিধানের উপর আক্রমণ ছিল। ভারতে আইনশৃঙ্খলা আছে"।
এছাড়াও তিনি শিলিগুড়িতে মোদীর আগমন প্রসঙ্গে বলেছেন, "আমরা সবাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। শিলিগুড়ি ও আশেপাশের এলাকার মানুষ তার আগমনের অপেক্ষায়। মানুষ ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছে।” উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও প্রার্থী ঘোষণা করে প্রচারে লেগে গিয়েছে বিজেপি। বাংলাকে যে বিজেপি বিশেষ নজরে রাখছে তা স্পষ্ট হচ্ছে কয়েকদিনের মাথায় মোদীর একাধিকবার বাংলায় আগমনকে কেন্দ্র করে। এখন দেখার আজ শিলিগুড়ি থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | On central agency's action in Sandeshkhali, West Bengal BJP chief Sukanta Majumdar says, "ED will catch everyone. Those who attacked ED at the behest of Sheikh Shahajahan and Mamata Banerjee - this was not an attack on ED but on the Constitution of India...There is law… pic.twitter.com/BkgcdVG8WO
— ANI (@ANI) March 9, 2024
#WATCH | On PM Narendra Modi's scheduled visit to Siliguri today, West Bengal BJP chief Sukanta Majumdar says, "We are all prepared to welcome the Prime Minister. People from Siliguri and surrounding areas are all awaiting his arrival. People have already started arriving… pic.twitter.com/pwfpKKoptD
— ANI (@ANI) March 9, 2024
,. . . . . . .. ...... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .