প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের বাড়িতে ইডির হানা

ইডির হানা।

author-image
Adrita
New Update
নিয়োগ দুর্নীতিতে এবার 'পার্টনারশিপ সংস্থা' ভাবাচ্ছে ইডিকে

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ হলদিয়ার প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের বাড়িতে ইডি হানা। মঙ্গলবার সকালে হলদিয়ায় লক্ষণ শেঠের বাড়িতে ইডি প্রতিনিধি দল আনা দেন। ওই সময় লক্ষণ শেঠ বাড়িতে ছিল বলে জানা গেছে। স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। শুধু তাঁর বাড়িতেই নয়, তার তৈরি করা বেসরকারি হাসপাতাল ‘আই কেয়ার’-এও তল্লাশি চালানো হচ্ছে। ডাক্তারিতে এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ইডি-র কাছে সেই অভিযোগ জমা পড়ার পর শুরু হয় তদন্ত। আর সেই তদন্তের সূত্র ধরেই এদিন রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে।

রাজ্যের একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে এই অভিযোগের তালিকায়। তার মধ্যে অন্যতম লক্ষ্মণ শেঠের এই কলেজ। বামফ্রন্টের আমলে সিপিএম-এর দাপুটে নেতা ছিলেন লক্ষ্মণ শেঠ। হলদিয়া জুড়ে তার দাপটের কথা শোনা যেত। বাম জমানা শেষ হওয়ার পর দলবদল করেন তিনি। বর্তমানে প্রদেশ কংগ্রেসের রাজ্য সহ সভাপতি লক্ষ্মণ শেঠ। তবে, বছর ৭৯-এর লক্ষ্মণ শেঠকে এখন আর সেভাবে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায় না।

Lakshman Seth | EX MP Lakshman Seth got married for second time dgtl -  Anandabazar