সাতসকালে বনগাঁর টিএমসি নেতার বাড়িতে হানা ইডির

নতুন বছরের শুরুতেই তৃণমূলের দুই নেতার বাড়িতে ইডি অভিযান চালিয়েছে। রেশন কেলেঙ্কারি দুর্নীতি মামলায় বনগাঁর প্রাক্তন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী বাহিনী হানা দেয়।

author-image
Probha Rani Das
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সকালবেলায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণায় ইডি অভিযান চালিয়েছে। রেশন কেলেঙ্কারি দুর্নীতি মামলায় বনগাঁর প্রাক্তন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী বাহিনী হানা দেয়। তাঁর স্ত্রী বর্তমানে তৃণমূল পরিচালিত বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান। প্রথমে শঙ্কর আঢ্যের বাড়িতে ইডি অভিযান চালিয়েছে। পরে তাঁর শ্বশুর বাড়ি শিমুলতলায় হানা দেন ইডি আধিকারিকরা।

প্রসঙ্গত জানা গিয়েছে শঙ্কর আঢ্যের দুই কর্মচারীর বাড়িতে ইডি অভিযান চালিয়েছে। তাঁর কর্মচারী বাবলু দাসের কলকাতার ইএমবাইপাসের কাছে বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি অভিযান দিয়েছে। তবে ভেতর থেকে এখনও দরজা খোলেননি কেউ। এমনকি তাঁর ভাইয়ের আইসক্রিম কারখানাতেও ইডির লোক পৌঁছে গিয়েছে। এই ঘটনার জেরে স্থানীয় অঞ্চল জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই বিষয়ে সংবাদদাতারা শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানিয়েছেন যে, ইডির কাজ ইডি করছে।