নিউজ প্রতিনিধি, ঝাড়গ্রাম: সাত সকালে হাই ভোল্টেজ অ্যাকশন জঙ্গলমহলের ঝাড়গ্রামে। সকাল হতেই ইডির প্রতিনিধিদের এক দল ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা হাউসিং ব্লক বি সরকারি আবাসনে অভিযান চালায়। গোপন সূত্রে জানা গেছে যে শুভ্রাংশু মন্ডল নামক এক WBCS আধিকারিকের বাড়িতে অভিযান চালায় ইডি। তবে কী অভিযোগ তা এখনও স্পষ্ট হয়নি।