নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, সোমবার অর্থাৎ আজ আবারও অনুব্রত মণ্ডলের বাড়ির পাশে হাজির ইডি। সূত্রে খবর, বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ি লাগোয়া তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে, এদিন সেখানেই যান ইডির আধিকারিকরা। জানা গিয়েছে, এই পার্টি অফিসেই বসতেন অনুব্রত। এখান থেকেই একের পর এক ভোট পরিচালনা করেছেন কেষ্ট। সোমবার সেখানেই হাজির হয় ইডির তিনজন প্রতিনিধি।
সূত্রে খবর, ইডির তিন প্রতিনিধি প্রথমে বোলপুর মহকুমা ভূমি সংস্কার দফতরে যান এদিন। সেখানে গিয়ে কথা বলেন বোলপুরের বিএলআরও-এর সঙ্গে। বোলপুরের নিচুপট্টি এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সমস্ত জমির কাগজপত্র খতিয়ে দেখেন। সেখান থেকে যান তৃণমূল কার্যালয়ের সামনে। স্থানীয় সূত্রে খবর, সেখানে মাপজোকও করা হয়। শুধু তাই নয়, দলীয় কার্যালয়ের যে জায়গা তা মাপজোকের পাশাপাশি কার্যালয়ের আশপাশের দোকানিদের সঙ্গেও কথা বলেন ইডি আধিকারিকরা।