নিজস্ব সংবাদদাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে ১৭ ঘন্টা পর শুক্রবারই গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যকে। আর সেখানেই সন্দেশখালির ঘটনার পুনরাবৃত্তি হয়। ফের একবার মারমুখী জনতার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ফের উড়ে আসে ইট, ভাঙে গাড়ির কাঁচ। তবে এই ঘটনায় কোনও অফিসার আহত হননি বলেই জানা গিয়েছে। তবে পরপর দু’টি ঘটনায় একটি প্রশ্ন জোরালো হচ্ছে, এবার ইডির তল্লাশি অভিযানে কি বাড়তি সতর্কতার প্রয়োজন?
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)