নিজস্ব সংবাদদাতাঃ জমি দখলের মামলায় পশ্চিমবঙ্গে ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে কড়াকড়ি শুরু করেছে ইডি। জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল থেকেই সন্দেশখালির একাধিক তল্লাশি চালায় ইডি। এর আগে ইডির একটি দল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় তাঁর বাড়িতে হানা দিতে গেলে এলাকায় তাঁর সমর্থকরা সিএডি আধিকারিক ও তাঁদের সঙ্গে থাকা সিএপিএফ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে।
প্রসঙ্গত, রেশন কেলেঙ্কারি ও সন্দেশখালি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখ বেশ কয়েকদিন নিখোঁজ থাকলেও পরে বাংলার পুলিশ তাকে গ্রেফতার করে। সন্দেশখালিতে নারীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে শাহজাহান শেখের বিরুদ্ধে। জমি আত্মসাতের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
উল্লেখ্য, শাহজাহান বাংলাদেশ থেকে সন্দেশখালিতে শ্রমিকের কাজ করতে আসেন। অল্প সময়ের মধ্যে তিনি অঢেল ধন-সম্পদের মালিক হয়ে সন্দেশখালিতে ভয়ের আরেক নাম হয়ে ওঠেন। শাহজাহান বাংলাদেশ থেকে বাংলায় এসে নিজের ভয়ের সাম্রাজ্য গড়ে তোলেন। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি বাংলাদেশের সীমান্তের সঙ্গে সংযুক্ত, যার কারণে তিনি এখানে বসবাস শুরু করেন।
প্রাথমিকভাবে, শাহজাহান খামার এবং ইটভাটায় শ্রমিক হিসাবে কাজ করেছিলেন। ইটভাটা শ্রমিকদের সঙ্গে কাজ করার সময়, তিনি একটি ইউনিয়ন গঠন করেন এবং তারপরে এলাকায় সামাজিকীকরণ করেন এবং সিপিআই (এম) এ যোগ দেন। বাংলার প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন শেখ শাহজাহান।