নিজস্ব সংবাদদাতা: তল্লাশি অভিযানে গিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ির সামনেই আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা। বাদ যায়নি সংবাদমাধ্যম, কেন্দ্রীয় বাহিনীও। আর এবার সেই ইডির মুখোমুখিই শাহজাহান। কোনও ভাবেই কোনও লাভ হল না। কোনও বাধাই টিকল না শাহজাহানের। সেই ইডির মুখোমুখি হতেই হচ্ছে শাহজাহানকে।
যে কোনও দিন জেলে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করতে পারবে ইডি। এমনই নির্দেশ দিয়েছিল বসিরহাট মহকুমা আদালত। আর সেই নির্দেশ পেতেই যাবতীয় তথ্য নিয়ে বসিরহাট জেলে পৌঁছাল ইডি। আজই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শেখ শাহজাহানকে। স্বাভাবিক ভাবেই চাপ বাড়ল সন্দেশখালির ‘টাইগারের’।