ইডির তদন্ত শেষ, সন্দেশখালি থেকে খালি হাতেই ফিরছে তারা

ইডির আদালতকে জানানো আশঙ্কাই সত্যি প্রমাণিত হল এদিন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sahajahan house3.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: সাড়ে ৬ ঘন্টা কাটিয়ে শেষ হল ইডির ‘অপারেশন সন্দেশখালি’। তবে অপারেশন সাকসেসফুল নয়। কারণ এই সাড়ে ৬ ঘন্টায় কিছুই হাতে পেলেন না ইডির তদন্তকারী অফিসারেরা। ফাঁকা বাড়ি, আর কয়েকটি ডকুমেন্ট ছাড়া আর কিছুই পাননি তারা।

এদিন সকাল ৮টা নাগাদ শুরু হয় ইডির তদন্ত প্রক্রিয়া। সমগ্র তদন্ত প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করেন তারা। কিন্তু একাধিক ঘরে, ছাদে তল্লাশি চালিয়েও সেরকম রহস্যজনক কোনও তথ্য হাতে আসেনি তাঁদের। ইডির আদালতকে জানানো আশঙ্কাই সত্যি প্রমাণিত হল এদিন। গত ৫ জানুয়ারির ঘটনার পর ইডি আদালতকে জানিয়েছিল, যে তথ্য সরানো হতে পারে এই কয়েকদিনে। আজ কার্যত তাই প্রমাণিত হল।

এদিন শেষমেশ কিছু না পেয়ে শাহজাহানের ঘর সিল করে দেয় ইডি। ফের তল্লাশি অভিযান চালাতে হতে পারে, এদিন এমনটাই জানায় ইডি। আশপাশের ঘরে তারা চাবির খোঁজ করলেও, তা পাননি। তাই অবশেষে শাহজাহানের বাড়ি সিল করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

স্ব

স

স