নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মন্ত্রী তথা কংগ্রেস নেতা আলমগীর আলমকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রে খবর, ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমের পিএস সঞ্জীব লালের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের অভিযোগে এই গ্রেফতারের ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ইডির সামনে হাজিরা দেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী আলম। বেলা ১১টা নাগাদ ইডি দফতরে আসেন তিনি। গত সপ্তাহে আলমের ব্যক্তিগত সচিব তথা রাজ্য প্রশাসনিক পরিষেবা আধিকারিক সঞ্জীব কুমার লাল (৫২) এবং তাঁর গৃহকর্মী জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেফতার করে ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে (পিএমএলএ) বয়ান রেকর্ড করার জন্য মঙ্গলবার রাঁচিতে ইডির জোনাল অফিসে ৭০ বছরের আলমকে সাক্ষ্য দিতে বলা হয়েছিল। রাজ্যের গ্রামোন্নয়ন দফতরে অনিয়মের অভিযোগেই এই অর্থ পাচারের তদন্ত চলছে।