নিজস্ব সংবাদদাতাঃ তল্লাশি চলছে পাঁচ ঘণ্টা হয়ে গিয়েছে। আজ বৃহস্পতিবার সাত সকালে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছে ইডি। পুর দুর্নীতি মামলায় এই অভিযান বলে খবর। এদিকে মন্ত্রীর বাড়ি ঘিরে রেখেছে সিআরপিএফ। প্রশ্ন উঠছে, তাহলে কি আজকে তিনিও গ্রেফতার হবেন?
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী এবং তৃণমূল নেতা রথীন ঘোষের ১২টি বাড়িতে পৌরসভায় নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় অভিযান চালিয়েছে। নয়াদিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের শীর্ষ নেতাদের বিক্ষোভের দু'দিন পর উত্তর চব্বিশ পরগনা ও কলকাতা-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি। বাংলার মন্ত্রীর উপর নতুন অভিযান রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। টিএমসি একাধিকবার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের নেতাদের বিরুদ্ধে তদন্ত সংস্থার অপব্যবহারের অভিযোগ করেছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) পশ্চিমবঙ্গের মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মধ্যমগ্রাম পৌরসভায় নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গে ইডির অভিযান এমন এক সময়ে হচ্ছে যখন আয়কর বিভাগ বৃহস্পতিবার সকাল থেকে ডিএমকে সাংসদ এস জগৎরক্ষককে তল্লাশি চালাচ্ছে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ইডি।
ডিএমকে সাংসদ এস জগৎরক্ষকের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। দিল্লি মদ কেলেঙ্কারিতে বুধবার (৫ অক্টোবর) আম আদমি পার্টির (এএপি) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইডি। ইডি কর্মকর্তারা বুধবার সকালে সঞ্জয় সিংয়ের সরকারি বাসভবনে অভিযান চালায়, যার পরে এক দিন ধরে জিজ্ঞাসাবাদ চলে এবং সন্ধ্যার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অনিয়মের অভিযোগে তদন্তের জন্য তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ অক্টোবর তাদের কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার জন্য তলব করেছে ইডি। তদন্ত সংস্থা ১১ অক্টোবর অভিষেকের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।
একই মামলায় তৃণমূল নেতার বাবা অমিত ও লতা বন্দ্যোপাধ্যায়কে চলতি সপ্তাহে ইডি-র আধিকারিকদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ, যাকে ইডি ৩ অক্টোবর ইডি-র সামনে হাজিরা দিতে বলা হয়েছিল, তিনি সমন এড়িয়ে গিয়েছিলেন এবং রাজ্যকে বকেয়া কেন্দ্রীয় তহবিল অবিলম্বে দেওয়ার দাবিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়াদিল্লিতে দলের প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন।