প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি ইসিএল, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের

বিক্ষোভ উঠে গেলে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2024-11-11 at 17.59.50

File Picture

নিজস্ব সংবাদদাতা: শনিবার রাত্রি ন'টা নাগাদ অন্ডালের সিদুলির বিন পাড়া এলাকার একটি প্রাচীন কুয়ো হঠাৎ মাটির তলায় তলিয়ে যাওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পাশাপাশি এলাকাবাসীদের দাবি পাড়ার একমাত্র সুস্বাদু পানীয় জলের এই কুয়োর ধসে, এভাবে মাটির তলায় তলিয়ে যাওয়ায় জল সংকট দেখা দিয়েছে এলাকায়। 

স্থানীয়দের দাবি গ্রামের আশেপাশেই রয়েছে বেশ কয়েকটি ইসিএল এর খনি। পাড়ার একমাত্র কুয়ো এভাবে ধসে যাওয়াই সেই মুহূর্তে বিক্ষোভ দেখাই স্থানীয় বাসিন্দারা। পরে ইসিএল আধিকারিকারা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় জল সরবরাহের আশ্বাস দেন। 

vgdyjhtfgf

কিন্তু ওই শনিবার থেকে সোমবার পর্যন্ত ইসিএলের তরফে এলাকায় কোনরকম জল সরবরাহ হয়নি বলে স্থানীয় বাসিন্দারা এদিন অভিযোগ করেন। তার জেরে সোমবার সকাল থেকে  সিদুলি ও জামবাদ কলিয়ারীর পরিবহনের গাড়ি আটকে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। 

পরে ঘটনাস্থলে কোলিয়ারির আধিকারিকরা পৌঁছে আজ বিকেল থেকেই এলাকায় জল সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। বিক্ষোভের জেরে সকাল দশটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত কোলিয়ারির পরিবহনের গাড়ি বন্ধ থাকে। বিক্ষোভ উঠে গেলে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়।

           

vgfhgfb