নিজস্ব সংবাদদাতা: একটি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ১১২ কোম্পানি। সঙ্গেই রয়েছেন পুলিশ প্রশাসনের বিশিষ্ট আধিকারিক, অথচ তারপরও চিত্রটা রয়ে গেল একই। প্রথম দফার নির্বাচনে, কোচবিহার সেই ঘটনাবহুল হয়ে রইলো।
আর এবার কোচবিহারের অবস্থা দেখে সরাসরি ফোন এলো মুখ্য নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব কে ফোন করল জাতীয় নির্বাচন কমিশন। ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যস রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব কে ফোন করে উদ্বিগ্নতার কথা প্রকাশ করেছেন। বুথের বাইরে কেন এরকম অশান্তি হচ্ছে জানতে চেয়েছেন তিনি। একই সাথে এতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা স্বত্ত্বেও কীভাবে অশান্তির ঘটনা ঘটছে, কোথায় কোথায় বাহিনী মোতায়েন করা হয়েছে তাও জানতে চেয়েছে কমিশন। অবিলম্বে পদক্ষেপ করতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। ১০০ শতাংশ ওয়েবকাস্টিং এবং প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার পরেও কেনো ঘটনা ঘটেছে জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন।