রাজ্যে বাতিল ৬০০ এপিক নম্বর

হরিয়নাতেও বাতিল ছ’শো ডুপ্লিকেট এপিক নম্বর ৷ ভূতুড়ে ভোটার ইস্যুতে সর্বদল বৈঠকের ডাক জাতীয় নির্বাচন কমিশনের ৷

author-image
Jaita Chowdhury
New Update
Sagardighi Bypoll : চা খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার চিহ্নিত করার প্রক্রিয়ায় বাতিল হল ৬০০ এপিক কার্ড ৷ আগেই জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্য প্রায় ১০ হাজার ডুপ্লিকেট এপিক কার্ড রয়েছে ৷ এবার সেখান থেকে ছ’শো এপিক নম্বর বাতিল করল কমিশন ৷ জানা গিয়েছে, এই একই এপিক নম্বরের কার্ড রয়েছে হরিয়ানার ভোটারদের নামে ৷

ভোটের আগে জনসংযোগ, মাঠে নামলেন TMC বিধায়ক

এরই মধ্যে ২৮ মার্চ অর্থাৎ, শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে সর্বদল বৈঠক ডাকা হয়েছে ৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই বৈঠক হবে ৷ ওই দিন রাজ্যের আটটি স্বীকৃত রাজনৈতিক দলকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে ৷