নিজস্ব সংবাদদাতাঃ আজ ২ রা মে প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারের ফলাফলে জেলায় পাশের হার বেশি।
/anm-bengali/media/post_attachments/b7e5ae480788b802194605014f65201d6d3d84d9d6c4f2394fbe0f3e0ce34d6e.jpg)
শিক্ষা পর্ষদ সূত্রের খবর যে, মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে দ্বিতীয় স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলার পাশের হার ৯৫.৪৯ শতাংশ।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গত বছর পর্যন্ত পাশের হারে রাজ্যের মধ্যে প্রথম ছিল পূর্ব মেদিনীপুর জেলা।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)