নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: শুক্রবার ভারতীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মায়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে, যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
শক্তিশালী এই ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে অনেক স্থানে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে শুধু মায়ানমার নয়, এই ভূকম্পনের প্রভাব বঙ্গেও অনুভূত হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/28/M2DMEj9PQkbg3Nry6v8v.png)
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, পিংলা, সবং সহ বিস্তীর্ণ এলাকায় ভূকম্পন অনুভূত হয়। আচমকা কম্পন অনুভব করতেই আতঙ্কিত মানুষজন দ্রুত ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কিছুক্ষণের জন্য এলাকায় শোরগোল পড়ে যায়। এই ভূমিকম্পের পর আফটারশকের সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।