সাতসকালে বাঘের দর্শন গ্রামবাসীদের, মানুষ দেখেও জঙ্গলে ফিরল সে!

একটি বাঘ ঢুকে পড়ে পার্শ্ববর্তী বারিকুলের বাগডুবি এলাকায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tigerr edit.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জঙ্গলে ফের ফিরল বাঘ। হাফ ছেড়ে বাঁচলেন সাধারণ মানুষ। ফাঁকা রাস্তায় হঠাৎ করেই হেঁটে বেড়াচ্ছে বাঘ এই ছবি দেখে পিলে চমকে ওঠার জোগাড়, স্থানীয় বাসিন্দাদের। ১২ মাইল জঙ্গলে ফিরল বাঘ। 

ভোর বেলায় বারুম আইন জঙ্গলের ভিতর রাস্তায় বাঘের সামনে চলে আসেন গ্রামের স্থানীয় বাসিন্দারা। তবে বাঘ কাউকে আক্রমণ না করলেও নির্বিঘ্নে জঙ্গলে ফিরে যায়। বাঘ চোখে পড়ার খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

TGR4HW

জঙ্গলের একদিকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় এবং বেলপাহাড়ি জঙ্গল। বনদপ্তরের অনুমান ১২ মাইলের জঙ্গল থেকে বাঘ যেকোনো সময় ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় ঢুকে যেতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে আবার। বিশেষ করে জঙ্গল লাগোয়া এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে একটি বাঘ ঢুকে পড়ে পার্শ্ববর্তী বারিকুলের বাগডুবি এলাকায়। আর সেখানে বাঘের পায়ের ছাপ দেখা যেতেই সাধারণ মানুষের মনে ভয় ঢুকে যায়। মানুষকে সতর্ক করেন বনদপ্তর। ভোরে রানীবাঁধ ব্লকের সুতান গ্রামের বাসিন্দারা হঠাৎ করেই রাস্তায় বাঘ দাঁড়িয়ে থাকতে দেখেন। আতঙ্কে তারা ফিরে যান রাণীবাঁধের দিকে। 

Mla

যদিও পড়ে সেই বাঘের দেখা আর পাওয়া যায়নি কেবল দেখা গিয়েছে পায়ের ছাপ। বনদপ্তরের অনুমান বাঘ লোকালয় থেকে আবারও জঙ্গলে ফিরে গিয়েছে। তবে সাধারণ মানুষকে সতর্ক থাকবার পরামর্শ দিয়েছে বনদপ্তর।