বর্তমান শাসক দলের মাথা ব্যাথা…চলছে ইনসাফ যাত্রা

ফের বর্তমান শাসক দলের বিরুদ্ধে পথে নামল ডিওয়াইএফআই।

author-image
Aniruddha Chakraborty
New Update
 ঞ্জ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ সোমবারে নেতাইয়ে পদযাত্রা তো মঙ্গলবার শালকু সরেনের মাকে সামনে রেখে সমাবেশ। এই ভাবেই জঙ্গল মহলের নতুন প্রজন্মকে উজ্জীবিত করার সবরকম চেষ্টা চালানো হল DYFI এর ইনসাফ যাত্রাকে কেন্দ্র করে। মাওবাদীদের হাতে নিহত শালকু সরেনের মাকে সামনে রেখে ২০০৯ এর হিংসার স্মৃতি তুলে ধরে, জঙ্গলমহলে নতুন করে সংঘবদ্ধ হওয়ার ডাক DYFI এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জ্জির। আগামী ৭ ই জানুয়ারি নেতাই দিবসের দিন ব্রিগেড সমাবেশে জঙ্গল মহলের নতুন প্রজন্মকে উপস্থিত থেকে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মীনাক্ষি।

উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া ইনসাফ যাত্রা সোমবার নেতাই হয়ে লালগড়ের ধরম পুরে রাত্রি যাপন করে। মঙ্গলবার সকালে ইনসাফ যাত্রা ধরমপুর থেকে যে এলাকায় সবচেয়ে বেশী মাওবাদী আন্দোলন সংগঠিত হয়েছিলো সেই সমস্ত এলাকা দিয়ে ঝাড়গ্রামে পৌঁছায়। রাস্তায় একাধিকবার মিছিল দাঁড় করিয়ে গ্রামবাসী এবং দলীয় কর্মী সমর্থকরা জল, ফুল, মিষ্টি, চকলেট দিয়ে উজ্জীবিত করে। গোটা পদযাত্রা জুড়ে বর্তমান পরিস্থিতিতেও উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো, যা শাসক দলের কাছে যথেষ্ট মাথা ব্যাথার কারণ।

hire