নিজস্ব সংবাদদাতা: ফের তৃণমূলকে নিয়ে বড় দাবি করল বঙ্গ বিজেপি।
![mamata-banerjee](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/l8P7f6bNUPVpTBQHXCNt.webp)
এবার ট্যুইট করে বলা হয়েছে, "মমতার রাজত্বে আমজনতাকে বঞ্চিত করে তৃণমূলী ধর্ষকরা বানিয়েছে কোটি কোটির সাম্রাজ্য! শাহজাহানকে সিবিআই থাকে বাঁচাতে রাজ্য সরকারের সুপ্রিম কোর্ট যাওয়ার কারণটা বুঝতে পারছেন এবার?" এই ট্যুইটে শোরগোল শুরু হয়েছে।
![Add 1](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
d