নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের বিধাননগরের জয়ন্তী সরণিতে অবস্থিত ডিরোজিও শিশু পার্কটি এখন দুষ্কৃতীদের আড্ডার জায়গায় পরিণত হয়েছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়েছে। একসময় শিশুদের জন্য নির্মিত এই পার্কটি বর্তমানে বিষাক্ত পার্থেনিয়াম এবং আগাছায় ঢাকা পড়েছে, যার ফলে মশা ও সাপের উপদ্রব বেড়ে চলেছে। দুর্গাপুর নগর নিগমের অধীনে থাকা এই পার্কটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় তা শিশুদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা হলেই পার্কে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায় এবং মদ্যপানসহ নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে, যা এলাকায় অশান্তির সৃষ্টি করছে। স্থানীয় বাসিন্দা অনির্বাণ মুখোপাধ্যায় বলেন, " আমরা সন্ধ্যার পর থেকেই আতঙ্কে থাকি। এই পার্কটি এখন মদ্যপানের জায়গায় পরিণত হয়েছে। আমরা একাধিকবার প্রশাসনকে জানিয়েছি। দ্রুত পার্কটির পরিচর্যা হোক, এটাই চাই। "
বিজেপি নেতা অমিতাভ বন্দোপাধ্যায় জানান, " দুর্গাপুরের বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। একসময় এই পার্কে বহু শিশু খেলাধুলা করত। দীর্ঘদিন ধরে সাফাই না হওয়ায় এখন আর কেউই এখানে আসতে চায় না। আমরা দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে দ্রুত পার্কটি সংস্কারের দাবি জানিয়েছি। "
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বিষয়টি স্বীকার করে বলেন, " মানুষের অসচেতনতার জন্যই এই অবস্থা হয়েছে। আগাছায় ঢেকে যাওয়ার পর অভিযোগ জানানো হয়নি বলে আমাদের নজরে আসেনি। এখন থেকে দ্রুত পার্কটির পরিচর্যার ব্যবস্থা করা হবে। "